বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের জন্যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বলিদাপাড়া,আদর্শপাড়ার যুবকরা মহল্লার প্রত্যেক বাড়ির দ্বারে দ্বারে গিয়ে টাকা,চাউল, বস্ত্র,জুতা সংগ্রহ করে ।
একাজে সার্বিক ভাবে নেতৃত্ত্ব দেন স্বেচ্ছাসেবক মোঃ নাছিম উদ্দীন। এছাড়া একাজের সাথে ছিলো লিমন,সাদিক,হৃদয়,মুরাদ,রিফাত,সাব্বির,আশিক,ইমন,অনিক,রুশান প্রমূখ।
তাদের কাজের একাংশ
0 comments:
Post a Comment